ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে মধ্যরাতে কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
সিলেটে মধ্যরাতে কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন

সিলেট: বিএনপির ডাকা অবরোধের মধ্যে সিলেটের গোলাপগঞ্জে মধ্যরাতে চালক-হেলপারকে নামিয়ে কাভার্ডভ্যানে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে উপজেলার ফুলবাড়ি মাইজভাগ এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।


 
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, দুটি মোটরসাইকেলে ছয়জন যুবক এসে কাভার্ডভ্যানটির চালকের আসনে আগুন ধরিয়ে পালিয়ে যান। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ আলমগীর বলেন, আমরা জকিগঞ্জের শাহগলি এলাকা থেকে সিলেটের লালাবাজারে আমাদের কোম্পানির ডিপোতে যাচ্ছিলাম। হঠাৎ দুটি মোটরসাইকেলে ছয়জন মুখোশধারী যুবক গাড়ির গতিরোধ করেন। পরে আমাকে ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে আগুন ধরিয়ে সরে যান। তারা চলে যাওয়ার পর আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।