ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রতীকী ছবি

গাজীপুর: জেলার শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

তবে বয়স আনুমানিক ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১০ জানুয়ারি) রাতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

জয়দেবপুর রেলওয়ে জাংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ হিরো জানান, শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে রাতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদের উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

ওই নারীর পরনে হলুদ রঙের কামিজ ও লাল রঙের সেলোয়ার ছিল। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
আরএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।