ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে পুলিশের অভিযানে ৭ হাজার লিটার মদসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মে ১৫, ২০২৪
রাঙামাটিতে পুলিশের অভিযানে ৭ হাজার লিটার মদসহ আটক ২

রাঙামাটি: জেলায় পুলিশের বিশেষায়িত ইউনিট দিনব্যাপী অভিযান চালিয়ে সাত হাজার লিটার চোলাই মদসহ মানবেন্দ্র চাকমা (৪৫) ও মধু মিলন চাকমা (৫০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) জেলা শহরের উত্তর বিহারপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার গোয়েন্দা তথ্যর ভিত্তিতে পুলিশের একটি বিশেষ ইউনিট উত্তর বিহারপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৫টি মদ তৈরির কারখানায় তল্লাশি চালিয়ে প্রায় ৭ হাজার লিটার দেশীয় চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

রাঙামাটি ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ১৫, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।