ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৯ দফা দাবি নিয়ে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
৯ দফা দাবি নিয়ে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঠাকুরগাঁও: কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচারসহ নয় দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।  

সোমবার (২৯ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মূল গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে ওই বিদ্যালয়ের মাঠে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর দুপুরে কালো পতাকা হাতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরাস্তার দিকে যাওয়ার চেষ্টা করলে পথে বাধা দেয় পুলিশ। এসময় উভয়পক্ষ বগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে সড়কের এক পাশে অবস্থান নিয়ে অবরোধে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এসময় বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে ঘণ্টা খানেক পর তারা রাস্তা ছেড়ে চলে যান।

অন্যদিকে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, আমরা শিক্ষার্থীদের বুঝিয়েছি। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চাইলে, সে সুযোগ দেওয়া হবে। কর্মসূচি পালন করে তারা চলে গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।