ঢাকা, বুধবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক

ঢাকা: জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধধবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিউইয়র্কে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পৃথক বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা।

 

জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছেন। তারা রোহিঙ্গা সমস্যার প্রভাব এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

এছাড়া তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে আইওএম মহাপরিচালক অভিবাসন ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন।  

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
টি আর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।