ঢাকা, বুধবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে অবৈধ কারখানা থেকে ৫৩০ বস্তা পলিথিন উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
কক্সবাজারে অবৈধ কারখানা থেকে ৫৩০ বস্তা পলিথিন উদ্ধার

কক্সবাজার: শহরের একটি অবৈধ কারখানা থেকে ৫৩০ বস্তা পলিথিন জব্দ করা হয়েছে। ওই কারখানার স্বত্বাধিকারীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে কক্সবাজার শহরের টেকপাড়া মাঝিরঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

বিষয়টি নিশ্চিত করেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে র‌্যাবের কাছে খবর ছিল, কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় নামে-বেনামে কয়েকটি অবৈধ পলিথিনের কারখানা গড়ে উঠেছে। এই তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে পলিথিনের একটি অবৈধ কারখানার সন্ধান পায়। এ সময় কারখানাটি তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৫৩০ বস্তা পলিথিন।

শহরের বড়বাজারে অবস্থিত কারখানাটির নাম এইচ. জে. এন্টারপ্রাইজ। এটির স্বত্বাধিকারী মো. কামরুল হাসান (৩০)। তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পলিথিন উৎপাদনের স্বপক্ষে  বৈধ কোনো নথিপত্র উপস্থাপন করতে পারেননি তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬-ক মোতাবেক পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন ও বিক্রয়ের অপরাধে জরিমানা করেন।

কামরুল হাসানকে ভবিষ্যতে আইন পরিপন্থী কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এসবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।