ঢাকা, বৃহস্পতিবার, ৮ কার্তিক ১৪৩১, ২৪ অক্টোবর ২০২৪, ২০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি-রাঙামাটিতে সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
খাগড়াছড়ি-রাঙামাটিতে সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত দাবি

খাগড়াছড়ি: সম্প্রতি পাহাড়ে সংঘটিত সহিংসতা ও পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলন করেছে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন তুষিতা চাকমা।

লিখিত বক্তব্যে সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘটিত সহিংস ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়।

আগস্টের গণঅভ্যুত্থানের পর সমতলের পাশাপাশি পাহাড়েও বৈষম্য দূরীকরণে শিক্ষার্থীরা সংঘাত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে একটি প্লাটফর্ম তৈরি করে।

পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ, রাষ্ট্র সংস্কারে পাহাড়িদের মূল্যায়ন ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান, পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ আট দফা দাবি উত্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।