ঢাকা: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কলেজ ক্যাম্পাস স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে আছে। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।
তবে কলেজ ক্যাম্পাসের সামনে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে মহাখালীতে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসের সামনে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন জড়ো হতে দেখা যায়।
বেলা ৩টার দিকে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে রওয়ানা দেন তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ১৪ জনের একটি প্রতিনিধিদল। তবে প্রতিনিধিদল কলেজে ফেরার আগেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা যায়। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের আনুমানিক প্রায় ২ প্লাটুন সদস্যকে মোতায়েন করা হয়েছে কলেজের প্রধান ফটকের সামনে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল শিক্ষার্থীরা রাস্তা আটকিয়ে যে দুর্ভোগ সৃষ্টি করেছিল, আজ সেই দুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। তাই অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে সোমবার (১৮ নভেম্বর) দুই দফায় সড়ক অবরোধ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সকালে প্রথম দফায় মহাখালী এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। এ সময় একটি ট্রেন অবরোধ উপেক্ষা করে চলে গেলে তারা সেটিতে পাথর নিক্ষেপ করেন। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হন এবং ট্রেনের কয়েকটি জানালা ভেঙে যায়। এরপর প্রায় পাঁচ ঘণ্টা শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। এ সময় সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
পরে শিক্ষার্থী প্রতিনিধিরা আলোচনার জন্য মন্ত্রণালয়ে গেলে বিকেল ৪টার সময় তারা অবরোধ তুলে নেন। কিন্তু মন্ত্রণালয়ের আলোচনায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় ফের আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। তবে এবার কলেজের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে নেন তারা।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এমএমআই/এমজেএফ