ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

এখন নারীরাও দেশ রক্ষার গর্বিত সৈনিক, বললেন প্রধানমন্ত্রী

সাজেদা সুইটি ও মহিউদ্দিন মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
এখন নারীরাও দেশ রক্ষার গর্বিত সৈনিক, বললেন প্রধানমন্ত্রী

শহীদ সালাউদ্দিন সেনানিবাস(টাঙ্গাইল)থেকে: টাঙ্গাইল (ঘাটাইল) থেকে: সেনাবাহিনীর মত একটি চ্যালেঞ্জিং পেশায় নারীদের অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন নারীরাও দেশ রক্ষার গর্বিত সৈনিক।

ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীতে নারী অফিসারের পাশাপাশি এবার যোগ হলো নারী সৈনিক, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রথম নারী মিলিটারি প্যারামেডিকস্ রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সমাজের অর্ধেক জনসংখ্যাই নারী। নারীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছাড়া কোন ক্ষেত্রেই পূর্ণাঙ্গ সাফল্য অর্জন সম্ভব নয়।

এই কুচকাওয়াজ অনুষ্ঠানে ৮৭৯ জন নবীন নারী প্রশিক্ষণার্থী তাদের মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে শপথ নেন।

প্রধানমন্ত্রী জানান, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা সিদ্ধান্ত নেই। তার ভিত্তিতে আর্মি মেডিক্যাল কোরে নারী অফিসারের পাশাপাশি ২০০০ সালে তার সরকার অন্যান্য কোরেও নারী অফিসার নিয়োগ শুরু করে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আর্মস ও সার্ভিসে নারী অফিসাররা দেশে ও শান্তিরক্ষা মিশনে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন উল্লেখ করে তিনি বলেন, কেবল অফিসার পদেই নয়, নারীদের সৈনিক হিসেবে নিয়োগ করছে সরকার।

বিস্তারিত আসছে.....




বাংলাদেশ সময়:  ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

** সেবা-যুদ্ধে পারঙ্গম ৮৭৮ মেমোরী-শান্তনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।