ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মা আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মা আর নেই শ্রীমতি সরস্বতী শিকদার

মাগুরা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদারের মা শ্রীমতি সরস্বতী শিকদার আর নেই।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা শহরের নতুনবাজারের বাড়িতে পরলোকগমন করেন তিনি।



তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, চার মেয়ে ও নাতি-নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার সকালে নিজগ্রাম শালিখার বিহারীলাল শিকদার ডিগ্রি কলেজ মাঠে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।

তার মৃত্যুতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. সিরাজুল আকবর এমপি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরীফুল ইসলাম, জেলা প্রশাসক মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।