ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নিহতদের স্মরণে রাজশাহীতে গায়েবানা জানাযা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
নিহতদের স্মরণে রাজশাহীতে গায়েবানা জানাযা

রাজশাহী: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলকালে সহিংসতায় নিহতদের স্মরণে ও আত্মার মাগফিরাত কামনা করে রাজশাহীতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (30 জানুয়ারি) বাদ জুম্মা মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ গায়েবানা জানাযার আয়োজন করে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগসহ ১৪ দল নেতারা।



গায়েবানা জানাযায় ইমামতি করেন সাহেববাজার বড় মসজিদের পেশ ঈমাম মাওলানা আবদুল গনি। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সাদরুল ইসলাম, জাসাদ মহানগর সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল-মাসুদ শিবলীসহ ১৪ দলের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।