ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের কাছে মরদেহ হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
পুলিশের কাছে মরদেহ হস্তান্তর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের খোদাই বাড়ি এলাকায় মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার হওয়া ৭ জনের মরদেহ কুতুবদিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে কোস্টগার্ডের একটি দল মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করে।



নিহতদের মধ্যে ২ জনের পরিচয় সনাক্ত করা হলেও বাকিদের পরিচয় জানা যায়নি। তবে, বাকিদের নাম ও পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

এরা হলেন-নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার গ্রামের মাহবুব রানা (২৭) ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক(২৫)।  

কুতুবদিয়ার কোস্টগার্ড স্টেশনের পেটি অফিসার মো. তারেক মোস্তফা বাংলানিউজকে জানান, মরদেহ কুতুবদিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই বাংলানিউজকে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। সুরতাহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুতুবদিয়া চ্যানেলের খোদাইবাড়ি পয়েন্টে দেড়শ’ যাত্রী নিয়ে এফভি ইদ্রিস নামে ওই ট্রলারটি ডুবে যায়। সন্ধ্যা নাগাদ ডুবে যাওয়া ট্রলারসহ ৪২ জনকে উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারের কেবিন থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

** মৃতদেহ নেওয়া হচ্ছে কুতুবদিয়ায়
** সাত মরদেহ উদ্ধার, উদ্ধার অভিযানে চার জাহাজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।