ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ট্রলিচাপায় সংবাদকর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
লক্ষ্মীপুরে ট্রলিচাপায় সংবাদকর্মীর মৃত্যু ইসলাম উদ্দিন বাপ্পি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ট্রলিচাপায় ইসলাম উদ্দিন বাপ্পি (২৮) নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।  
  
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের বাসাবাড়ি এলাকায় দুর্ঘটনায় আহত হন তিনি।

পরে, ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।  
 
বাপ্পি লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক লক্ষ্মীপুর আলো’র রায়পুর প্রতিনিধি এবং রায়পুর টিউলিপ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।  
  
সহকর্মীরা জানায়, দুপুরে বাপ্পি মোটরসাইকেলে করে রায়পুর থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। পথে বাসাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।   
  
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে, চিকিৎসকদের পরামর্শে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।  
  
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।