ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিদেশি পিস্তলসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
রাজধানীতে বিদেশি পিস্তলসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে পরিচালিত এক অভিযানে তাদের গ্রেফতার করে র‌্যাব-২।



র‌্যাব-২’র অপারেশন অফিসার সিনিয়র এএসপি মারুফ আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরমানিটোলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১টি বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এছাড়াও তাদের কাছ থেকে ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।