ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ডাকাত সন্দেহে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
বরিশালে ডাকাত সন্দেহে আটক ২

বরিশাল: বরিশালে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
 
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


 
আটকরা হলেন- বরিশাল নগরীর উত্তর সাগরদীর বাসিন্দা আল-আমিন হাওলাদার ও দক্ষিণ জাগুয়ার ২৬ নম্বর ওয়ার্ড হরিনাফুলিয়ার বাসিন্দা শামীম গাজি।
 
বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক এস এম মাহ্বুব-উল আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, ১৮ জানুয়ারি বরিশাল নগরীর হরিনাফুলিয়া এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়।  
 
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।