ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুসলিম লীগকে নিঃশেষ করেছে জামায়াত, বিএনপিকেও করবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
মুসলিম লীগকে নিঃশেষ করেছে জামায়াত, বিএনপিকেও করবে ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অতীতে মুসলিম লীগকে নিঃশেষ করেছে জামায়াত, এবার এই যুদ্ধাপরাধী সংগঠন বিএনপিকেও নিঃশেষ করে দেবে। বাংলাদেশের ইতিহাস খালেদা-তারেককে আস্তা কুঁড়ে ফেলে দেবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান।



শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘শান্তির জন্য হোক প্রতিবাদ’ শীর্ষক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

আবেদ খান বলেন, যারা ক্ষমতার জন্য দেশের সাধারণ মানুষকে হত্যা করে তাদের সঙ্গে সংলাপ নয়, তাদের প্রতিরোধ করতে হবে। সারা দেশে অবরোধের নামে যে হত্যার আন্দোলন করছে বিএনপি, এর প্রতিরোধে সাধারণ মানুষ আজ প্রতিবাদ করছে। বাংলাদেশের মানুষ এবার সর্বশেষ লড়াই করবে। এই লড়াইয়ে আবারও বাংলাদেশকে জয়ী হতে হবে।

অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল বলেন, দেশ আজ দুই ভাগে বিভক্ত। এক পক্ষে বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করা, অন্য পক্ষে শান্তি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে এসে দেখে যান আপনার হরতাল-অবরোধের ফসল। ২ ফেব্রুয়ারি সারাদেশে ১৫ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে, তাদের শিক্ষা জীবনের কথা ভেবে অবরোধ বন্ধ করুন।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের পিছু হঠার সময় নেই। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে কঠোর হতে হবে।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অপু উকিল, সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, অধ্যাপক মেজবাহ কামাল, জহিরুল হক বাপ্পী, সাফি সামদ্ধ, কাজী টিটু, অঞ্জন রায়, চারু পিন্টু, কামাল পাশা, এফএম শাহীন, গোলজার হোসেন, সুমন কোতয়াল, প্রফেসর আনোয়ার হোসেন, ড. শাহাদত হোসেন নিপু, অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লা, কবি আসলাম সানী, অধ্যাপক ড. আব্দুল মান্নান, নাজমুল হক প্রধান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।