ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ ছবি: প্রতীকী

ঢাকা: সড়ক দুর্ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) দেশের পাঁচ জেলায় শিশু-সাংবাদিকসহ কমপক্ষে ১৩জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।



এরমধ্যে ময়মনসিংহ পাঁচ, নারায়ণগঞ্জে তিন, মুন্সীগঞ্জে চার, সিলেটে দুই এবং লক্ষ্মীপুরে একজন রয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ময়মনসিংহ সদর থানার রাঘবপুর এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়।   এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বাংলানিউজ জানান, বাসটি ময়মনসিংহ এবং অটোরিকশাটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রাঘবপুর এলাকায় এলে উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজনের মৃত্যু হয়।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ করেসপন্ডেন্ট জানান, শুক্রবার রাতে সদর উপজেলার ফতুল্লায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন  আরও একজন।

নিহতরা হলেন- রাজধানীর ইস্কাটন এলাকার অলিউদ্দিন (৩৭) ও তার মেয়ে সুমাইয়া খাতুন (০৭)।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস জানান, ভূইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে রাস্তায় মোড় নেওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটো রিকশাকে বিপরীতমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে শিশুসহ চারজন গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আহতদের মধ্যে অলিউদ্দিন, সুমাইয়া এবং অটো রিকশা চালকের মৃত্যু হয় বলে জানান তিনি।  

এদিকে বাংলানিউজজের মুন্সীগঞ্জ করেসপন্ডেন্ট জানান, জেলার গজারিয়ায় পণ্যবাহী ট্রাক উল্টে সিএনজিচালিত তিনটি অটোরিকশার ওপর পড়ে যায়। এতে শিশুসহ চারজনের মৃত্যু হয়। আহত হন আরও চারজন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, কুমিল্লামুখী একটি ভূট্টাবাহী ট্রাক জামালদী বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি অটোরিকশার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা শিশুসহ তিনজনের মৃত্যু হয়।

পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয় বলে জানান তিনি।

লক্ষ্মীপুর করেসপন্ডেন্ট জানান, জেলার বাসাবাড়ী এলাকায় দুপুরে ট্রলিচাপায় ইসলাম উদ্দিন বাপ্পী (২৮) নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়।   মোটর সাইকেলে করে রায়পুর থকে লক্ষ্মীপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
  
নিহত বাপ্পী লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক লক্ষ্মীপুর আলোর রায়পুর প্রতিনিধি এবং রায়পুর টিউলিপ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পদে কর্মরত ছিলেন।
  
  
সিলেট ব্যুরো‘র স্টাফ করেসপন্ডেন্ট জানান, শুক্রবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাগিচাবাজার এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

নিহতরা হলেন, উপজেলার দেওকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নোয়াগাঁও গ্রামের মতছিন আলীর ছেলে নোমান আহমদ (১৬) এবং একই গ্রামের তাজুল ইসলামের ছেলে খালেদ আহমদ (১৫)।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিশ্বনাথগামী একটি মাটি ভর্তি ট্রাক মোটরসাইকেল আরোহী তিন কিশোরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের আসনে থাকা নোমানের মৃত্যু হয়।

আহত অবস্থায় আরেক মোটরসাইকেল আরোহী খালেদ আহমদকে  উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত আরেক মোটরসাইকেল আরোহী আব্দুর রহিমকে (১৫) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

** ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।