ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ সদর হাসপাতাল ভবনের ফাটল পরিদর্শন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
সিরাজগঞ্জ সদর হাসপাতাল ভবনের ফাটল পরিদর্শন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর হাসপাতাল ভবনে সৃষ্টি হওয়া ফাটল পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. শামসুদ্দিন ও আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফরিদুল ইসলাম।
 
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে হাসপাতাল ভবনটি পরিদর্শন করেন তারা।

এ সময় জেলা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
 
এর আগে, বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের চার তলা ভবনের নিচ তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত মূল ভবন ও র‌্যামের মধ্যবর্তী অংশে ফাটল দেখা দেয়।
 
সংশ্লিষ্টরা জানায়, বৃটিশ শাসনামলে এ হাসপাতালটির একতলা ভবনের মূল স্টাকচার নির্মিত হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ দিকে উপরের ২ তলা থেকে ৪ তলা পর্যন্ত বর্ধিত অংশের কাজ করা হয়।  

বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে এ হাসপাতালটিকে আড়াইশ’ শয্যায় রূপান্তর করা হয়। এ লক্ষে হাসপাতালটির পুরনো ভবনের পাশেই আট তলা ফাউন্ডেশন দিয়ে আরেকটি নতুন ছয় তলা ভবন নির্মাণ কাজ করা হচ্ছে। নতুন ভবনটির মূল স্ট্রাকচার তৈরিতে ৮২৫টি পাইল মাটির ভেতরে ঢুকাতে হয়েছে। এ সময় হাসপাতাল এবং আশেপাশে কম্পনের সৃষ্টি হওয়ায় পুরাতন ভবন ও র‌্যামের মধ্যবর্তী অংশে ফাটলের সৃষ্টি হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের।
 
বিষয়টি গণপূর্ত বিভাগকে জানানোর পর উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান দুপুরে সিভিল সার্জন ও আরএমওকে নিয়ে ফাটলগুলো পর্যবেক্ষণ করেন। তবে ফাটলগুলো কি কারণে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি  মিজানুর রহমান।
 
গণপূর্ত নির্বাহী প্রকৌশলী বিজয় কুমার মণ্ডল বাংলানিউজকে জানান, বিষয়টি অবগত হয়েছি। আপাতত প্লাস্টার তুলে পর্যবেক্ষণ করা হবে।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।