ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চোখ গেছে অনিকের, কী হবে বাকিদের!

এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
চোখ গেছে অনিকের, কী হবে বাকিদের! ছবি: ফাইল ফটো

ঢাকা: গত ৫ জানুয়ারি ফেনীর এসএসসি পরীক্ষার্থী মিনাহাজুল ইসলাম অনিক কোচিং থেকে ফেরার পথে অবরোধকারীদের ছোড়া ককটেলের আঘাতে চিরতরে হারিয়েছে তার ডান চোখ। আগামী ২ ফেব্রুয়ারি যখন অনিকের সহপাঠীরা এসএসসি পরীক্ষায় অংশ নেবে, তখন সে থাকবে ভারতের চেন্নাইয়ের হাসপাতালে।



১৪ লাখের বেশি কোমলমতি শিশু এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আর পরীক্ষা চলাকালেও অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলো বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিএনপির ঘোষণার বিপরীতে অবরোধেও এসএসসি ও সমমানের পরীক্ষা চালানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পর আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেওয়া হয়। কিন্তু অভিভাবকরা সেই আশ্বাসে কতটুকু নিশ্চিত হতে পেরেছেন?

পরীক্ষার্থীদের অভিভাবকরা বড় আশায় বুক বেঁধেছিলেন হয়তো পরীক্ষার সময়টাতে অবরোধ প্রত্যাহার করা হবে। কিন্তু সে ‘আশায় গুড়ে বালি’ দিয়ে অবরোধের সঙ্গে পরীক্ষা চলাকালে যুক্ত হয়েছে টানা ৭২ ঘণ্টার হরতাল।

গত ৫ জানুয়ারি থেকে চলা টানা অবরোধে একদিকে পরীক্ষার্থীদের প্রস্তুতি হয়েছে বিঘ্ন, অন্যদিকে পরীক্ষার মাঝে হরতাল ডাকায় এখন তাদের জীবনও হুমকির মুখে। শিক্ষার্থীদের জিম্মি করেই আন্দোলনের দাবি আদায়ের পথ নিলো দেশের অন্যতম বৃহৎ দল।

টানা অবরোধে ইতোমধ্যে ৩৫টি তাজা প্রাণ হারিয়ে গেছে, হাসপাতালে বিছানায় দগ্ধ হয়ে কাতরাচ্ছেন কয়েকশ’ মানুষ।

বিএনপি-জামায়াতের হরতালের কারণে ২০১৩ সালে এসএসসির ৩৭টি বিষয় এবং এইচএসসির ৪১টি বিষয়ের পরীক্ষা পেছাতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। ওই বছরের জেএসসি-জেডিসির ১৭টি বিষয় এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর দুটি বিষয়ের পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে দেওয়া হয়।

এছাড়া গত বছরের শেষ দিকে জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষাও বিএনপির হরতালের কবলে পড়লে পিছিয়ে যায়।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অবরোধের মধ্যে পরীক্ষা নেওয়া হলেও যেদিন হরতালের কর্মসূচি থাকবে সেদিনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হতে পারে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।