ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে প্রতিবন্ধী কিশোরীর মৃতদেহ উদ্ধার

পার্বতীপুর প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
পার্বতীপুরে প্রতিবন্ধী কিশোরীর মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

পার্বতীপুর(দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর শহরের রিয়াদ ছাত্রাবাসের পরিত্যাক্ত একটি কূয়া থেকে থেকে বুলবুলি (১৫) নামে প্রতিবন্ধী এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পার্বতীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তার মৃতদেহ উদ্ধার করে।



বুলবুলি পার্বতীপুর আদর্শ কলেজ পাড়ার ফজর আলী দেওয়ানের মেয়ে।
 
নিহত কিশোরীর বাবা ফজর আলী দেওয়ান বাংলানিউজকে জানান, তার মেয়ে বুলবুলি শারীরিক প্রতিবন্ধী ছিল। বুধবার (২৫ নভেম্বর) দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির পাশের রিয়াদ ছাত্রাবাসের পরিত্যাক্ত কূয়ায় বুলবুলি পড়ে যেতে পারে বলে তাদের সন্দেহ হয়। পরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিষয়টি পার্বতীপুর ফায়ার সার্ভিসে জানানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ সদস্যের একটি দল এসে ওই কূয়ায় নেমে অনুসন্ধান চালিয়ে পানির তলদেশ থেকে বুলবুলির মরদেহ উদ্ধার করে।

পার্বতীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আজিজুল হক বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।