ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আদিবাসীদের ওপর হামলা দুঃখজনক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আদিবাসীদের ওপর হামলা দুঃখজনক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: আদিবাসীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহবায়ক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নগরীর মিয়াপাড়ার সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



সম্প্রতি রাজশাহীর শাহ মখদুম থানার ভুগরইল এলাকায় আদিবাসী পাহাড়ি সম্প্রদায়ের ওপর হামলা, অগ্নিসংযোগ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে জাতীয় আদিবাসী পরিষদ এই সম্মেলনের আয়োজন করে।

ফজলে হোসেন বাদশা বলেন, মহানগরীর পাশেই যদি আদিবাসীদের ওপর হামলা ও নির্যাতন হয়, তাহলে গ্রামাঞ্চলের অবস্থা আরও ভয়াবহ।

আদিবাসী সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার ও বিভিন্ন স্থানে তাদের ওপর হামলা নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তিরও দাবি জানান তিনি।

আদিবাসী নেতারা মহানগরীর শাহ মখদুম থানার ভুগরইলে আদিবাসীদের জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়া, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম পিয়ারুল, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার, রাজশাহী মহানগর শাখার সভাপতি সুমিলা টুডু ও কেন্দ্রীয় সদস্য চঞ্চল মাহাতো প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।