ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
শৈলকুপায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর )  বিকেলে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলো, শ্রীপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে পলক হোসেন (৫) ও তার ফুফাতো ভাই কুষ্টিয়া সদর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে চয়ন আহমেদ (৫)।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার শিশু পলক ও তার ফুফাতো ভাই চয়ন বাড়ির বাইরে খেলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পর তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পুকুরের পানিতে তাদের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।