ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দ্রুত মেট্রোরেলের কাজ শেষ করার তাগিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
দ্রুত মেট্রোরেলের কাজ শেষ করার তাগিদ

ঢাকা: ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (মেট্রোরেল প্রকল্প) বাস্তবায়ন করতে গিয়ে কোনোভাবেই যেন রাজধানীবাসী ভোগান্তিতে না পড়েন সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

একই সঙ্গে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না করে অতিদ্রুত প্রকল্পটির কাজ শেষ করারও তাগিদ দেওয়া হয়েছে।



বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, রেজওয়ান আহাম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান এবং মো. মনিরুল ইসলাম।

এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে সড়ক ও জনপথ অধিদফতরের ঢাকা জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কমিটি সড়ক ও জনপথ অধিদফতরের ঢাকা জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।

এছাড়া বৈঠকে কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ ও বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্প, অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (বেকুটিয়া) সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।