ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় মহড়া চলাকালে সেনা সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
উখিয়ায় মহড়া চলাকালে সেনা সদস্য নিহত

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর বিমান বিধস্ত মহড়া চলাকালে  দুর্ঘটনাবশত গোলা বিস্ফোরণে নিহত হয়েছেন কর্পোরাল ইব্রাহিম খলিল নামের এক  সেনা সদস্য। এ সময় আহত হন আরও  ৩ সেনা সদস্য।



শনিবার রাত ৮ টার দিকে মনখালী ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্য ল্যান্স নায়েক হাবিব, কর্পোরাল হুমায়ন ও সার্জেন রাসেলকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত সেনাসদস্যের মৃতদেহ বর্তমানে সদর হাসপাতাল মর্গে রয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসব ওয়াহিদুর জাম্মান মুরাদ বাংলানিউজকে জানান,  নিহত সেনা সদস্যের মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

রামু সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

হতাহত সেনা সদস্যরা সবাই দশম পদাতিক ডিভিশনের সৈনিক ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।