ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নূরজাহান মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
নূরজাহান মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নূরজাহান মার্কেটের আগুন ৪০ মিনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

এর আগে শনিবার (২৮ নভেম্বর) রাত ১০ টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

রাত ১১ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ৪ তলা বিশিষ্ট মার্কেটের ৩য় তলাস্থ একটি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভজন কুমার সরকার বাংলানিউজকে জানান, আগুনের সংবাদ পেয়ে পলাশী থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখনো পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা,নভেম্বর ২৯, ২০১৫
এনএইচএফ/আরআই

** রাজধানীর নূরজাহান মার্কেটে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।