ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শুদ্ধস্বরে জাতীয় সংগীত শিখলো শত শত শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
শুদ্ধস্বরে জাতীয় সংগীত শিখলো শত শত শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় শুদ্ধ বাণী ও সুরে জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বের এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।



রোববার (৩১ জানুয়ারি) ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে দিনভর এ কর্মসূচি চলে। জেলা শিল্পকলা একাডেমি ও ব্রাহ্মণবাড়িয়াস্থ জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এর আয়োজন করে।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ জেলা শাখার সভাপতি মানবর্দ্ধন পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

অতিথিরা প্রদীপ জ্বালিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। প্রশিক্ষণ দেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আমিনুল হক বাবুল ও প্রশিক্ষক মো. রাকিবুল হাসান রবিন।

বাংলাদেশ সময়: ০৬৩৯ ঘন্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।