ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বাসচাপায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
ঝিনাইদহে বাসচাপায় শ্রমিক নিহত ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহে বাসচাপায় অনিক (২৪) নামে এক ওয়েলডিং মিস্ত্রি নিহত হয়েছেন।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।



অনিক পাগলাকানাই ইউনিয়নের চর খাজুরা গ্রামের বদর উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানায়, অনিক বাইসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথে ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী বিআরটিসি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজনকে জানান, খরব পেয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বাসটি আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।