ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে রোডমার্চ

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে রোডমার্চ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ১৫ ফেব্রুয়ারি রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ করবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ মার্কসবাদী)।

রোডমার্চটি সফল করার লক্ষ্যে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বাসদ (মার্কসবাদী) রংপুর ও রাজশাহী বিভাগের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।



নগরীর জি.এল.রায় রোডের সাম্যবাদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ও রংপুর বিভাগীয় সংগঠক কমরেড মঞ্জুর আলম মিঠু।

এ সময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় সংগঠক কমরেড ওবায়েদুল্লাহ মুসা, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ও গাইবান্ধা জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, পঞ্চগড় জেলা সমন্বয়ক অধ্যাপক তরিকুল আলম, বগুড়া জেলা সমন্বয়ক সামছুল আলম দুলু, দিনাজপুর জেলা সমন্বয়ক রেজাউল ইসলাম সবুজ, ঠাকুরগাঁও জেলা সমন্বয়ক মাহবুব আলম রুবেল, রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ প্রমুখ।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দেশে এখন বোরো মওসুম শুরু হয়েছে। রংপুর-দিনাজপুর-নীলফামারী জেলার এক লাখ ১১ হাজার হেক্টর জমিতে বোরো চাষের জন্য যতটুকু পানি প্রয়োজন, তার পুরোটাই নির্ভরশীল ছিল তিস্তা সেচ প্রকল্পের উপর। অথচ বর্তমানে সেই সেচ প্রকল্প প্রায় অচল। পানি না থাকায় এ বছর মাত্র ১০ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সেচ প্রকল্প থেকে জমিতে সেচ দিতে বিঘা প্রতি খরচ হয় ১৫০-২০০ টাকা, তার বাইরে ভূগর্ভস্থ পানি ব্যবহার করে সেচ দিতে বিঘা প্রতি খরচ হয় ২৫০০-২৭০০ টাকা। ফলে পানি না পাওয়ায় গত বছর চাষিদের ক্ষতি হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। এ বছরও ভয়াবহ সংকটে পড়বেন চাষিরা। কারণ এখনই বাংলাদেশ এলাকায় তিস্তার পানির পরিমাণ এক হাজার কিউসেক এর নিচে নেমে এসেছে।

তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন চাষি- খেত মজুরদের উপযুক্ত ক্ষতিপূরণসহ সেচ প্রকল্প সচল করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বাসদ (মার্কসবাদী) এবং সমাজতান্ত্রিক খেত মজুর ও কৃষক ফ্রন্ট গত ৩ বছর ধরে তিস্তাকে নিয়ে ধারাবাহিক আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ১৫ ফেব্রুয়ারি সোমবার রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন থেকে রোডমার্চ সফল করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।