ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অন্যায়কে প্রশ্রয় দিতেন না সাংবাদিক আলতাফ মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
অন্যায়কে প্রশ্রয় দিতেন না সাংবাদিক আলতাফ মাহমুদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সততা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করতেন প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদ। তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না।



মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বরিশাল সাংবাদিক সমিতির উদ্যোগে প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদের শোকসভায় বক্তারা এ কথা বলেন।

সভায় সিনিয়র সাংবাদিক আমানউল্লাহ কবীরের সভাপতিত্বে বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদ সাংবাদিকদের কল্যাণে সব সময় নিবেদিত ছিলেন। এমনকি পরিবারের দুর্দিনে সময় না দিয়ে, সাংবাদিকদের বিভিন্ন সমস্যায় আগে এগিয়ে আসতেন।

শোকসভায় আরও উপস্থিত ছিলেন, সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ডিআরইউয়ের সাবেক সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদের ভাগ্নে নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এনএ/টিএইচ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।