ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জামিন পাননি ডেসটিনির পরিচালক দিদারুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
জামিন পাননি ডেসটিনির পরিচালক দিদারুল

ঢাকা: অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় গ্রেফতার ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক দিদারুল আলমের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।



রায়ের পর্যবেক্ষণে বলা হয়, এ মামলায় আগামী এক মাসের মধ্যে অভিযোগ গঠন করা এবং এক বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে।

আদালতে দিদারুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফখরুল ইসলাম। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল শেখ মনিরুজ্জামান (কবির)।

বর্তমানে মামলাটি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে।

২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, প্রেসিডেন্ট এম হারুনুর রশিদ ও পরিচালক দিদারুল আলমসহ ২২ জনের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করে দুদক।

তদন্ত শেষে ২০১৪ সালের ৪ মে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। ওই মামলায় ২০১২ সালের ২০ অক্টোবর গ্রেফতার হন দিদারুল।

বিচারিক আদালতে জামিন চেয়ে ব্যর্থ ২০১৩ সালে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৩ এপ্রিল কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

মঙ্গলবার এ রুলের ওপর চূড়ান্ত রায় ঘোষণা করা হবে না।

বাংলাদেশ সময়:১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২,২০১৬
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।