ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় বাল্যবিয়ে প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
সাটুরিয়ায় বাল্যবিয়ে প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের শপথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: নিজেরা বাল্যবিয়ের শিকার না হওয়া এবং প্রতিবেশীদের বাল্যবিয়ের হাত থেকে রক্ষার জন্যে শপথ বাক্য পাঠ করেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার প্রায় এক হাজার শিক্ষার্থী।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৯৮ তম ক্রীড়া অনুষ্ঠানে তারা এ শপথ বাক্য পাঠ করে।



স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপির সহধর্মিনী ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবানা মালেকের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মূর্তাজা মাসুম।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল সরকার, জেলা যুবলীগ নেতা মো. আবু বক্কর সিদ্দিক তুষার, বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।