ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে দস্যু প্রধানকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
বাগেরহাটে দস্যু প্রধানকে গ্রেফতার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটের রামপালে সুন্দরবনের দস্যু মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা ওরফে কাদের মাস্টারসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপু্রে রামপাল উপজেলার বড় কাটালী বাজারে স্থানীয় জেলে ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।



মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের কুখ্যাত দস্যু মাস্টার বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে অপহরণসহ অত্যাচার, নির্যাতন চালিয়ে আসছে। এদের অত্যাচারে এ অঞ্চলের জেলেরা নির্বিকার হয়ে পড়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- রামপাল পেড়িখালী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা সেলিম রেজা কাজল, কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহজাহান হাওলাদার, ইউপি সদস্য আবুল হায়াত, আলম হোসেন ও হাসেম মাঝি প্রমুখ।

মানববন্ধন শেষ দস্যু ও তাদের আশ্রয় প্রশ্রয়দাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।