ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
ঝিনাইদহে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে ঘরকন্যা’র সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(২ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার বেড়াশুলা গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।



বেড়াশুলা গ্রাম সার্বিক উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মনোয়ার লস্কারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সদস্য ঘরকন্যা’র সত্ত্বাধিকারী  লিজা ফেরদৌস।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরিফা আফরোজ রোজী, শারমিন আক্তার রিমা, ঝিনাইদহ দেশ চেতনা সংস্থার নির্বাহী পরিচালক রাশেদুল হক ও সাংবাদিক সাজ্জাদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইসাহাক আলী।

পরে শীতার্তদের মাঝে ২ শতাধিক কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।