ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
সোনাইমুড়ীতে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যৌতুক না পেয়ে মর্জিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মির্জা নগর গ্রামে এ ঘটনা ঘটে।



মৃত মর্জিনা আক্তার ওই গ্রামের মৃত আক্কাছ মিয়ার মেয়ে ও মির্জা নগর গ্রামের ইব্রাহিমের স্ত্রী।

এদিকে, এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন স্বামী ইব্রাহিম।

স্থানীয়রা জানায়, প্রায় ১৫ বছর আগে ইব্রাহিমের সঙ্গে বিয়ে হয় মর্জিনার। তাদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

মর্জিনার বড় ভাই খোরশেদ আলম বাংলানিউজকে জানান, বিয়ের পর থেকেই ইব্রাহিম মর্জিনাকে বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে নগদ টাকা আনার দাবিতে প্রায়ই নির্যাতন করতেন।

মঙ্গলবার দুপুরে ইব্রাহিম যৌতুকের টাকার জন্য মর্জিনাকে চাপ দেন। একপর্যায়ে মর্জিনাকে প্রচণ্ড মারধর ও শ্বাসরোধ হত্যা করে মৃতদেহ ঘরে রেখে পালিয়ে যান।

খবর পেয়ে স্বজনরা এসে পুলিশকে জানালে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।