ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
সাদুল্যাপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খামারপাড়া এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খামারপাড়া এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের মৃত একরামুল হকের ছেলে রাঙ্গা মঙ্গল (৪৮), একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আফছার আলীর ছেলে রবিউল ইসলাম (২৫) ও তার ভাই আল আমিন (২২)।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বাংলানিউজকে জানান, ওই তিন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।