ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে স্বর্ণ চুরির ঘটনায় গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
রংপুরে স্বর্ণ চুরির ঘটনায় গ্রেফতার ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুরে স্বর্ণ চুরির ঘটনায় তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুর: রংপুরে স্বর্ণ চুরির ঘটনায় তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোরে রংপুরের ধাপ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- রংপুরের আদর্শপাড়া এলাকার আলতাব হোসেনের ছেলে রাশেদুল (২৫), ধাপ হাজিপাড়া এলাকার রহমান মিয়ার ছেলে মানিক (২৩) ও স্বর্ণ ব্যবসায়ী তিশা জুয়েলার্স মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীর আব্দুল রশিদের ছেলে মুন্নাফ (৩৩)।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম জাহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রংপুরে আব্দুর রহমান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটে। এসময় চোরেরা ১০ ভরি স্বর্ণ  লুট করে পালিয়ে যায়। পরে আব্দুর রহমান বাদি হয়ে থানায় চুরির মামলা দায়ের করেন।

তিনি ‍বলেন, ওই বাড়িতে সিসি ক্যামেরা থাকায় চোরদের শনাক্ত করা গেছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬

এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।