ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে যৌতুক বিরোধী মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
নোয়াখালীতে যৌতুক বিরোধী মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালীতে যৌতুক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালীতে যৌতুক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে নোয়াখালী-ফেনী প্রধান সড়ক সংলগ্ন ফহেতপুর ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ কে এম আফতাব উদ্দিন, সহ-সভাপতি শাহজাহান চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক বেলাল হুসাইন ফতেহপুরী, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, সাংবাদিক জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম পাটোওয়ারী, হারুনুর রশিদসহ মাদ্রাসার শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেত‍ারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।