ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রাই‌ভেট গা‌ড়ি‌তে উবা‌র নয়, জানুয়া‌রিতে প্রস্তাবনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
প্রাই‌ভেট গা‌ড়ি‌তে উবা‌র নয়, জানুয়া‌রিতে প্রস্তাবনা

প্রাই‌ভেট গা‌ড়ি‌তে সেবা চালা‌তে পারবে না স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্ভর ট্যাক্সি পরিবহনসেবা ‘উবার’। তবে বা‌ণি‌জ্যিক গা‌ড়িতে এ সেবা দি‌তে কোনো বাধা নেই। আর তিন সপ্তা‌হের ম‌ধ্যে এ বিষয়ে এক‌টি প্রস্তাবনা জমা দিতে ‘উবার’কে...

ঢাকা: প্রাই‌ভেট গা‌ড়ি‌তে সেবা চালা‌তে পারবে না স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্ভর ট্যাক্সি পরিবহনসেবা ‘উবার’। তবে বা‌ণি‌জ্যিক গা‌ড়িতে এ সেবা দি‌তে কোনো বাধা নেই।

 

আর তিন সপ্তা‌হের ম‌ধ্যে এ বিষয়ে এক‌টি প্রস্তাবনা জমা দিতে ‘উবার’কে বলেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ)।

অন্য‌দি‌কে মোটরসাই‌কেল শেয়া‌রিং অ্যাপস স্যা‌মের ব্যাপা‌রে ই‌তিবাচক ধারণা পোষণ ক‌রে‌ছেন চেয়ারম্যান। এ‌ক্ষে‌ত্রেও লি‌খিত প্রস্তাব চে‌য়ে‌ছেন তি‌নি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপু‌রে উবা‌রের স‌ঙ্গে বৈঠক শে‌ষে বিআর‌টিএ‌ চেয়ারম্যান নজরুল ইসলাম এ কথা জানান।
উবার ছাড়া অ্যাপ‌সের মাধ্য‌মে শেয়ারে মোটরসাই‌কেল সেবাদাতা কর্তৃপ‌ক্ষ স্যা‌মের সঙ্গেও বৈঠক ক‌রেন বিআর‌টিএ চেয়ারম্যান।

উবারের তিনজন প্র‌তি‌নি‌ধির স‌ঙ্গে বৈঠক শে‌ষে বিআরটিএ চেয়ারম্যান ব‌লেন, প্রচ‌লিত আই‌নে উবার কোনো প্রাই‌ভেট গা‌ড়ি‌তে এ সেবা দি‌তে পার‌বে না। ত‌বে বা‌ণি‌জ্যিক গা‌ড়ি‌তে এ সেবা দি‌তে তা‌দের কোনো আপ‌ত্তি নেই।
 
আর উবার বিআর‌টিএ‌কে চেয়ারম্যানকে জানি‌য়ে‌ছে, তারা জানুয়া‌রির প্রথম দি‌কে অর্থাৎ তিন সপ্তাহ প‌রে এক‌টি প্রস্তাবনা ‌বিআর‌টিএ-‌তে দেবে। ‌বিআর‌টিএ প্রস্তাবটি বি‌বেচনা ক‌রে দেখ‌বে। এ‌তে য‌দি আইন প‌রিবর্তন কর‌তে হয় তাহ‌লে সং‌শ্লিষ্ট কর্তৃপ‌ক্ষের স‌ঙ্গে আ‌লোচনার প্র‌য়োজন হ‌বে।
 
এ অবস্থায় উবার চল‌বে কী না?- এমন প্র‌শ্নে বিআর‌টিএ‌ চেয়ারম্যান এও ব‌লেন, প্রাই‌ভেট গা‌ড়ি শুধু প্রাই‌ভেট চলাচ‌লের জন্য। প্রাই‌ভেট গা‌ড়ি‌তে উবার অ্যাপস দি‌য়ে সেবা দি‌তে গে‌লে তারা খোঁজ রাখ‌বেন।
 
ই‌তোপূ‌র্বে এ রকম প্রাই‌ভেট গা‌ড়ি‌তে বা‌ণি‌জ্যিকভাবে চালা‌নো এক‌টি সেবার ‌বিরু‌দ্ধে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রা হচ্ছে ব‌লেও জানান তিনি।
 
এ‌দি‌কে উবা‌রের সঙ্গে ঘণ্টাব্যা‌পী বৈঠক শে‌ষে মোটরসাই‌কে‌লে অ্যাপ‌সের মাধ্য‌মে সেবাদাতা স্যা‌মের স‌ঙ্গে বৈঠ‌কে ব‌সে‌ছেন বিআর‌টিএ চেয়ারম্যান।
 
এ বিষ‌য়ে চেয়ারম্যান বলেন, ব্যাংককসহ বি‌ভিন্ন দে‌শে মোটরসাই‌কেল শেয়া‌রিং চলাচল দে‌খে‌ছেন তিনি। এটা বি‌বেচনা করা যে‌তে পা‌রে।
 
‌বৈঠক শে‌ষে বে‌রি‌য়ে স্যাম ব্যবস্থাপনা প‌রিচালক ইম‌তিয়াজ কা‌সেম ব‌লেন, চেয়ারম্যান বিষয়টিকে ই‌তিবাচকভাবে দে‌খ‌ছেন। এ পদ্ধ‌তি নি‌য়ে কাজ করা যে‌তে পা‌রে। এ নি‌য়ে লি‌খিত আকা‌রে এক‌টি প্রস্তাব চে‌য়ে‌ছেন চেয়ারম্যান। যা তি‌নি কালই দি‌য়ে দে‌বেন।
 
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।