ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে স্ত্রীর পরকীয়ার বলি স্বামী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
কেরানীগঞ্জে স্ত্রীর পরকীয়ার বলি স্বামী

কেরানীগঞ্জে স্ত্রীর পরকীয়ার বলি হয়েছেন মো. জুয়েল (৩৮) নামে এক কুয়েত প্রবাসী।

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে স্ত্রীর পরকীয়ার বলি হয়েছেন মো. জুয়েল (৩৮) নামে এক কুয়েত প্রবাসী।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন বলসুতা এলাকার জনৈক মানিক মাতবরের ঘাসের জমি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের চাচা মো. সালাহউদ্দিন জানান, প্রায় ১৫ বছর আগে রুমা নামে এক মেয়ে বিয়ে করেন জুয়েল। তাদের মুক্তা (৯) ও মেহেদী (৪) নামে ২ সন্তান রয়েছে। জুয়েল দীর্ঘদিন ধরে কুয়েতে ছিলেন। গত ২ সপ্তাহ আগে তিনি দেশে ফেরেন। বিদেশে থাকা অবস্থায় তার স্ত্রীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সোমবার (২৮ নভেম্বর) রাতে ওই যুবক জুয়েলকে ডেকে নিয়ে হত্যা করেন বলে তিনি অভিযোগ করেন।

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও তারানগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাদশা আলম বাংলানিউজকে বলেন, নিহতের ঘাড়ের উপরিঅংশে ধারালো অস্ত্রের দুটি আঘাত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।