ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরের পরিপন্থি ধারা বাতিলের আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরের পরিপন্থি ধারা বাতিলের আহ্বান

খসড়া বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৬-এ সংযুক্ত বিশেষ ধারা বাতিলের দাবি জানিয়েছে বিভিন্ন উন্নয়ন ও মানবাধিকার সংগঠন...

ঢাকা: খসড়া বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৬-এ সংযুক্ত বিশেষ ধারা বাতিলের দাবি জানিয়েছে বিভিন্ন উন্নয়ন ও মানবাধিকার সংগঠন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে প্রেসক্লাবের সামনে এই সমাবেশে ব্র্যাক, অ্যাকশন এইড বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন, উইমেন ফর উইমেন, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, কন্যাশিশু অ্যাঢভোকেসি ফোরাম, আমরাই পারি জোট, গার্লস নট ব্রাইডস বাংলাদেশ পার্টনারশিপ, অপরাজেয় বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সমাবেশে মন্ত্রিপরিষদ অনুমোদিত খসড়া বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৬-এ সংযুক্ত বিশেষ ধারা বাতিল করে নারীদের ন্যূনতম বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ রাখার দাবি জানোনো হয়।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।