ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে সিবিএ’র আঞ্চলিক কমিটি গঠন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
রূপগঞ্জে সিবিএ’র আঞ্চলিক কমিটি গঠন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় অবস্থিত আবিবি সোনারগাঁ তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের (সিবিএ) আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় অবস্থিত আবিবি সোনারগাঁ তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের (সিবিএ) আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।

মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে সিবিএ’র সভাপতি কাজিম উদ্দিন প্রধান এ কমিটি ঘোষণা করেন।

যাত্রামুড়া এলাকার আবিবি সোনারগাঁ কার্যালয়ে কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিবিএ’র সহ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সহ সম্পাদক আয়েস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মেদ, দপ্তর সম্পাদক হাসানুর রহমান হাসিব, সিবিএ নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, লায়ন ফারুক আহাম্মেদ, মতিউর রহমান, মিজানুর রহমান, মশিউর রহমান, কামরুজ্জামান, ইসমাইল হোসেন, আব্দুল আজিজ, ঠিকাদার ফয়েজ আহাম্মেদ, জিয়া, মাসুদ করিম, গোলজার খাঁন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।