ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্তে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
সীমান্তে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চোরাচালান, অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও: চোরাচালান, অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও-৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) আয়োজনে উপজেলার গেরুয়া ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস।

এসময় সভায় বক্তব্য রাখেন-দৃষ্টি প্রতিবন্ধী স্কুল শিক্ষক ফারুক আহমেদ, নারী উদ্যোক্তা রেনু আক্তার, এটিএম সামসুজ্জোহা ও বিজিবি’র কোম্পানি কমান্ডার আব্দুল বাতেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।