ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে পিঠা উৎসব অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
ফেনীতে পিঠা উৎসব অনুষ্ঠিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনীতে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব করেছে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল। মঙ্গলবার (২৯ নভেম্বর) ফেনী ন্যাশনাল কলেজ মাঠে দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার রেজাউল হক।

ফেনী: ফেনীতে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব করেছে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ফেনী ন্যাশনাল কলেজ মাঠে দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার রেজাউল হক।


 
স্টার লাইন গ্রুপের পরিচালক জামাল উদ্দিনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-ডা. হাসান শাহরিয়ার কবির, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফাতেমা আফরোজ, ফেনী পৌরসভার প্যানেল মেয়র স্বপন মিয়াজী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবসার, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, পরিচালক মাইন উদ্দিন।

স্কুলের অধ্যক্ষ প্রফেসর কর্নেল (অব.) মোহাম্মদ সালেহ উদ্দিন খানের সভাপতিত্বে এসময় ফেনীর গণ্যমান্য আরো অনেকেই উপস্থিত ছিলেন।

উৎসবে স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবকরা প্রায় অর্ধশতাধিক ধরনের পিঠা উপস্থাপন করেন অতিথিদের সামনে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।