ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
কিশোরগঞ্জে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে ব্যবসায়ী রুবেল (৩৬) হত্যা মামলায় তার বন্ধু রফিকুলকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ব্যবসায়ী রুবেল (৩৬) হত্যা মামলায় তার বন্ধু রফিকুলকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


 
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক এজিএম আল মাসুদ এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৬ সেপ্টেম্বর জেলা শহরের চরশোলাকিয়া বাগপাড়া এলাকার বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী
রফিকুল ইসলাম রুবেলকে তার বন্ধু রফিকুল ইসলাম পানির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে রফিকুল নিজ বাড়ির মেঝে খুঁড়ে রুবেলের মরদেহ পুঁতে রাখেন।
 
ওইদিন পরিবারের সদস্যরা রুবেলকে খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়।
 
ওই সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রফিকুলকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে, ২৯ সেপ্টেম্বর পুলিশ তার ঘরের মেঝে খুঁড়ে রুবেলের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় রুবেলের স্ত্রী কল্পনা আক্তার বাদী হয়ে রফিকুলকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আমিনুল হক চৌধুরী চুন্নু এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
রবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।