ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ৭ ক্রিকেট জুয়াড়ির কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
সৈয়দপুরে ৭ ক্রিকেট জুয়াড়ির কারাদণ্ড

নীলফামারীর সৈয়দপুরে সাত ক্রিকেট জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে সাত ক্রিকেট জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে আদাতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ নির্দেশ দেন।

কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- শহরের গার্ডপাড়া গ্রামের আনোয়ারের ছেলে হায়দার আলী (৪৫), সাহেবপাড়ার আমির আলীর ছেলে তুষারুল আলম মুন্না (৩০), একই এলাকার জাকির হোসেন (৪৫), হাতিখানার জাহাঙ্গীর আলম (৪৫), মুন্সিপাড়ার হায়দারের ছেলে মিয়া (২০), পাটোয়ারীপাড়ার মেহের উদ্দিনের ছেলে সায়েম (৩৫), কয়ানিজপাড়ার হাফেজের ছেলে লিটন (৩০)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, শহরের বিভিন্ন স্থানে বিপিএল খেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে বাজি ও জুয়ার আসর বসানো হচ্ছে। এমন খবরে দুপুরে অভিযান চালিয়ে ওই ৭ জুয়াড়িকে আটক কর‍া হয়।

পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।