ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে সার ও কীটনাশক ভর্তি পিকআপ আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
নীলফামারীতে সার ও কীটনাশক ভর্তি পিকআপ আটক

নীলফামারীতে দুই মেট্রিক টন ভেজাল রাসায়নিক সার ও কীটনাশক ভর্তি একটি পিকআপভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীতে দুই মেট্রিক টন ভেজাল রাসায়নিক সার ও কীটনাশক ভর্তি একটি পিকআপভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গাছবাড়ি এলাকা থেকে পিকআপটি আটক করা হয়।

আটক মোহাম্মদ হাসান (২৬) কাঞ্চনপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বাংলানিউজকে জানান, সদর উপজেলার পাটকামুরিতে জয় এগ্রো নামে একটি কোম্পানি ভেজাল রাসায়নিক সার তৈরি করে আসছিল। এসব সার নীলফামারী থেকে ডোমারে পাঠানো হচ্ছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পিকআপভর্তি ভেজাল সার ও কীটনাশক আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।