ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

এনজিও কর্মকর্তা হত্যার ঘটনায় দম্পতি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এনজিও কর্মকর্তা হত্যার ঘটনায় দম্পতি গ্রেফতার

আশুলিয়া, সাভার: আশুলিয়ায় একটি বেসরকারি (এনজিও) সংস্থার লোন অফিসার সাবিনা ইয়াসমিন উর্মি হত্যাকাণ্ডের প্রধান আসামি মানিক-নারগিস দম্পতিকে নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) সকালে নেত্রকোনার সদর থানার কাষ্টখোলা গ্রামের আত্মীয় দেলোয়ার হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাদের আশুলিয়ায় থানায় আনা হয়।

মানিক আশুলিয়ার কবিরপুর গ্রামের বাসিন্দা ও তার স্ত্রী নারগিস আক্তারের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, এনজিও কর্মী সাবিনা ইয়ামিনকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে মানিক দম্পতি। ১৮ অক্টোবর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে মানিক দম্পতি পলাতক ছিলেন।

এ ঘটনায় মানিক দম্পতিকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সকালে নেত্রকোনা সদর থানার কাষ্টখোলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।