ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
ভোলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালার উদ্বোধন

ভোলা: ভোলায় কিশোরীদের স্বাস্থ্যবিধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্যানিটেশন, বাল্য বিবাহ প্রতিরোধে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

হিড বাংলাদেশ ট্রেনিং সেন্টারে শনিবার (২৫ নভেম্বর) কিশোরী ক্লাবের সদস্য ও স্কুল পড়ুয়া ৬১ জন কিশোরীকে নিয়ে ইউনিসেফের সহায়তায় কোস্ট ট্রাস্টের সমন্বিত শিশু বিবাহ রোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্প এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণের উদ্বোধন করেন- ভোলা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আকমল হোসেন।

উপস্থিত ছিলেন- কোস্ট ট্রাস্টের (আইইসিএম) প্রকল্পের সম্মনয়কারী মো. মিজানুর রহমান, সহকারী প্রকল্প সম্মনয়কারী দেবাশীস মজুমদার, অ্যাডমিন সিরাজুল ইসলাম, টেনিং অ্যান্ড মনিটরিং অফিসার মনিরুজ্জামান, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া অফিসার আদিল হোসেন তপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।