ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে গাঁজাসহ ৩ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
লালমনিরহাটে গাঁজাসহ ৩ যুবক গ্রেফতার গাঁজাসহ গ্রেফতার ৩ যুবক

লালমনিরহাট: লালমনিরহাটে ৩১ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে লালমনিরহাট-রংপুর মহাসড়কের তিস্তা সেতুর টোল প্লাজা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, পাবনার সাথিয়া উপজেলার সাঠিয়াকুলার মৃত অশিম উদ্দিনের ছেলে ট্রাক চালক আসলাম শেখ (২৮), পূর্বপাড়া গ্রামের আসকার আলীর ছেলে আজম আলী (২৭) ও আমিনপুর উপজেলার নান্দিয়ারা গ্রামের মাহাবুব পরামানিকের ছেলে মিন্টু মিয়া (২৪)।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) উদয় চন্দ্র মণ্ডল বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৩১ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সুশান্ত সরকার।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।