ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে শাবিপ্রবিতে শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে শাবিপ্রবিতে শোভাযাত্রা শোভাযাত্রা-ছবি-বাংলানিউজ

শাবিপ্রবি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় শাবিপ্রবির উপাচার্য ভবনের সামনে থেকে এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঘুরে বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. কবির হোসেন, অধ্যাপক আব্দুল আওয়াল বিশ্বাস, প্রক্টর জহীর উদ্দিন আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ৭ই মার্চের ভাষণ বাংলাদেশে স্বাধীনতার ভিত্তি রচনা করে। ইউনেস্কোর এ স্বীকৃতি আমাদের জন্যে গর্বের বিষয়। মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধি, পদ্মা সেতু নির্মাণ, স্বাস্থ্য খাতে উন্নতি ও গড় আয়ু বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এর আগে বিকাল ৪টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য ।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।